ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে যুবদলের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
সাভারে যুবদলের বিক্ষোভ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার: ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ সমর্থনে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে সাভার পৌর যুবদল।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সাভার পৌর এলাকার রাজাশনে এ বিক্ষোভ মিছিল হয়।



বিক্ষোভ মিছিলটি সাভার পৌর এলাকার রাজাশন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় যুবদলের নেতাকর্মীরা রাজাশন সড়ক বেশ কিছুক্ষণ অবরোধ করে রাখেন।

আটক নেতা কর্মীদেরদের মুক্তির দাবিতে মিছিলে বিভিন্ন শ্লোগান দেয়া হয়। এ সময় যুবদলের নেতাকর্মীরা অবিলম্বে বর্তমান সরকারকে ক্ষমতা ছেড়ে মধ্যবর্তী নির্বাচন দেওয়ার দাবি জানান।

বাংলাদেশ সময় : ১১০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।