ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে বন্দুকযুদ্ধে যুবদল নেতা গুলিবিদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
লক্ষ্মীপুরে বন্দুকযুদ্ধে যুবদল নেতা গুলিবিদ্ধ ছবি: প্রতীকী

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে মো. নজরুল ইসলাম (২৬) নামে এক যুবদল নেতা গুলিবিদ্ধ হয়েছেন। এসময় আহত হয়েছেন তিন গোয়েন্দা পুলিশ।



মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার পালেরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ নজরুল উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়ন যুবদলের সভাপতি। তিনি একই এলাকার মৃত শহিদ মাস্টারের ছেলে।

আহত তিন গোয়েন্দা পুলিশকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের নাম জানা যায়নি।

লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সদর) জুনায়েত কাউসার জানান, রাতে একাধিক মামলার আসামি যুবদল নেতা নজরুলকে গ্রেফতার করা হয়। তাকে নিয়ে পালেরহাট এলাকায় পৌঁছুলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পাল্টা-পাল্টি গুলি বিনিময়ের সময় পালানোর চেষ্টা করলে নজরুলের পায়ে গুলি লাগে। এ অবস্থায় তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।