ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ডিমলা সদর বাজারে আগুন, ৬০ দোকান পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
ডিমলা সদর বাজারে আগুন, ৬০ দোকান পুড়ে ছাই ছবি: প্রতীকী

নীলফামারী: নীলফামারীর ডিমলা উপজেলার সদর বাজারে আগুন লেগে প্রায় ৬০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ডিমলার চুড়ি পট্টি থেকে আগুনের সূত্রপাত হয়ে আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডিমলা, ডোমার ও নীলফামারী সদর থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে সকাল সাড়ে ৮টার দিকে আগুন নেভায়।

কিন্তু ততক্ষণে ইলেকট্রনিক্স, চুড়ি, মনিহারী ও কাপড়ের দোকানসহ প্রায় ৬০টি দোকান পুড়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডোমার ফায়ার সার্ভিসের ইনচার্জ ফসির উদ্দিন জানান, আগুন লাগার কারণ এখনো (সকাল পৌনে ১১টা) জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।