নীলফামারী: নীলফামারীর ডিমলা উপজেলার সদর বাজারে আগুন লেগে প্রায় ৬০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ডিমলার চুড়ি পট্টি থেকে আগুনের সূত্রপাত হয়ে আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডিমলা, ডোমার ও নীলফামারী সদর থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে সকাল সাড়ে ৮টার দিকে আগুন নেভায়।
কিন্তু ততক্ষণে ইলেকট্রনিক্স, চুড়ি, মনিহারী ও কাপড়ের দোকানসহ প্রায় ৬০টি দোকান পুড়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডোমার ফায়ার সার্ভিসের ইনচার্জ ফসির উদ্দিন জানান, আগুন লাগার কারণ এখনো (সকাল পৌনে ১১টা) জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫