লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় মো. আবুল কাশেম (৪৮) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লরেন্স-ফজুমিয়ারহাট সড়কের কিল্লার রাস্তার মাথা এলাকা থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।
এর আগে ভোরে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
নিহত আবুল কাশেমের বাড়ি একই উপজেলার সাহেবেরহাট ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডে। তিনি মুরগির ব্যবসা করতেন।
তার ছেলে মো. রনি জানান, ভোরে তার বাবা বাইসাইকেলে করে চরকাদিরা এলাকায় মুরগি কিনতে যাচ্ছিলেন। পথে কিল্লার রাস্তার মাথা এলাকায় পৌঁছুলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে তার কাছে থাকা টাকা ও মোবাইল ফোন সেট নিয়ে পালিয়ে যায়।
কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫