ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে মাদক ব্যবসায়ীদের হামলায় ২ র‌্যাব সদস্য আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
সিলেটে মাদক ব্যবসায়ীদের হামলায় ২ র‌্যাব সদস্য আহত

সিলেট: সিলেট নগরীর দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর সড়কে মাদক ব্যবসায়ীদের হামলায় দুইজন র‌্যাব সদস্য গুরুতর আহত হয়েছেন।
 
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

আহত দুই র‌্যাব সদস্য হলেন- এসআই আসাদুজ্জামান ও নায়েক আনিস।
 
আহত দুই র‌্যাব সদস্যকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
 
তিনি বলেন, বুধবার সকাল সাড়ে নয়টার দিকে র‌্যাব সদস্যরা সাদা পোশাকে জালালপুর সড়কে মাদক ব্যবসায়ীদের ধরতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়।
 
এ সময় মাদক ব্যবসায়ীরা তাদের মারধর ও মাথায় আঘাত করে। পরে স্থানীয়রা র‌্যাবের দুই সদস্যকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন।
 
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।