ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

উচ্চ আদালতে আপিল করা হবে

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
উচ্চ আদালতে আপিল করা হবে ছবি: রাজিব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ট্রাইব্যুনাল চত্বর থেকে: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির আবদুস সুবহানের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী ও স্বজনরা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা এ কথা জানান।



রায় শেষে সুবহানের ছেলে নেছার আহমেদ বলেন, আমার বাবা নিদোর্ষ। রাজনৈতিক উদ্দেশে বাবাকে ফাঁসানো হয়েছে। আমরা উচ্চ আদালতে এ রায়ের বিরুদ্ধে আপিল করবো।

মামলায় প্রসিকিউশনের সাক্ষী সাজানো বলেও দাবি করেন যুদ্ধাপরাধী সুবহানের ছেলে নেছার।  

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের আইনজীবীরা প্রসিকিউশনের আনা সব অভিযোগ ট্রাইব্যুনালে মিথ্যা বলে প্রমাণিত করতে পেরেছেন। এজন্যই সাফাই সাক্ষী দেওয়া হয়নি।

এদিকে ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে যাওয়ার সময় আবদুস সুবহানের আইনজীবী শিশির মুহাম্মদ মনির বলেন, আমরা এ রায়ে সংক্ষুব্ধ ও অন্তুষ্ট।

মামলায় প্রসিকিউশন যেসব সাক্ষ্য উপস্থাপন করেছেন তাতে আইনগত ভুল রয়েছে বলেও দাবি করেন তিনি।

সাংবাদিকদের অ্যাডভোকেট শিশির মুহাম্মদ মনির বলেন, এসবের ভিত্তিতেই ট্রাইব্যুনাল রায় দিয়েছেন। রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আমরা আপিল করবো।

‘আশা করছি, আপিলে ন্যায় বিচার পাবো এবং তিনি (সুবহান) খালাস পাবেন’—বলেন তিনি।  

এর আগে বুধবার সকালে একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের নায়েবে আমির আবদুস সুবহানের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

তার বিরুদ্ধে আনা ন’টি অভিযোগের মধ্যে ছয়টিই প্রমাণিত হয়েছে। এস‍ব অভিযোগের তিনটিতে তার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫, আপডেট: ১২৪০ ঘণ্টা

** সর্বোচ্চ সতর্ক অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনী
** নিরাপরাধ বাঙালিদের জবাই করতেন সুবহান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।