মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ শহরের কাছে ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী চারটি লঞ্চে অভিযান চালিয়ে চার হাজার ৮০ কেজি (চার মেট্রিক টন) জাটকা (ছোট ইলিশ) জব্দ করেছে কোস্টগার্ড ও মৎস্য বিভাগের সদস্যরা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে এসব জাটকা উদ্ধার করা হয়।
সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহজাদা খসরু জানান, ভোরে ধলেশ্বরীতে যৌথ অভিযান চালানো হয়। এসময় বরিশাল থেকে ঢাকাগামী এমভি গাজি-এক, এমভি প্রিন্স অব বরিশাল, এমভি মর্নিং সান ও এমভি পূবালী নামে চারটি লঞ্চ থেকে ১২ ঝুড়ি জাটকা জব্দ করা হয়। পরে মেপে দেখা যায়, এসব ঝুড়িতে চার হাজার ৮০ কেজি জাটকা রয়েছে।
তিনি আরো জানান, জব্দ করা জাটকাগুলো পরে স্থানীয় এতিমখানা ও মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫