গাজীপুর: হরতাল অবরোধ ও জামায়াত নেতার সুবহানের রায় ঘিরে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
নাশকতার ঘটাতে পারে, এ অভিযোগে গত ২৪ ঘণ্টায় জেলার সব উপজেলা থেকে আটক করা হয়েছে ১২জনকে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন
স্থান থেকে এদের আটক করা হয় বলে জানান গাজীপুর জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক সিরাজুল ইসলাম।
চলমান হরতাল অবরোধে গাজীপুরে কোনোন সভা সমাবেশ ও পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।
হরতাল ও অবরোধে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। রাস্তায় পথচারীর সংখ্যা বেড়েছে। ট্রেন চলাচলও স্বাভাবিক। অফিস আদালতে নিয়মিত কাজ-কর্ম চলছে।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫