ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

পাবনায় ইয়াবা-ফেনসিডিলসহ ৫ ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
পাবনায় ইয়াবা-ফেনসিডিলসহ ৫ ব্যবসায়ী আটক

পাবনা: পাবনায় পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ পাঁচ ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১২) পাবনা ক্যাম্পের সদস্যরা।

এ সময় তাদের কাছ থেকে ১০৪ বোতল ফেনসিডিল ও ৯৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়াও তাদের ব্যবহূত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় র্যাব-১২ পাবনা ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) ওসমান গনি বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা শহরের গোবিন্দা ও ঈশ্বরদী থানার চারাবটতলা স্কুলপাড়া এবং চৌধুরীপাড়ায় পৃথক অভিযান চালিয়ে ফেনসিডিল, ইয়াবা ও মোটরসাইকেলসহ পাঁচজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- ঈশ্বরদী থানার মাইজদি চৌধুরী পাড়ার মাদক সম্রাট মামুন মোলা (২৬), আলতাফ হোসেন (৩৭), হাসানুজ্জামান ফান্টু (৩২), কামরুজ্জামান (৩০) ও সদর উপজেলার গোবিন্দা মহল্লার লাল্টু শেখ (২৬)।

থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।