পাবনা: পাবনায় পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ পাঁচ ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১২) পাবনা ক্যাম্পের সদস্যরা।
এ সময় তাদের কাছ থেকে ১০৪ বোতল ফেনসিডিল ও ৯৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় র্যাব-১২ পাবনা ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) ওসমান গনি বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা শহরের গোবিন্দা ও ঈশ্বরদী থানার চারাবটতলা স্কুলপাড়া এবং চৌধুরীপাড়ায় পৃথক অভিযান চালিয়ে ফেনসিডিল, ইয়াবা ও মোটরসাইকেলসহ পাঁচজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- ঈশ্বরদী থানার মাইজদি চৌধুরী পাড়ার মাদক সম্রাট মামুন মোলা (২৬), আলতাফ হোসেন (৩৭), হাসানুজ্জামান ফান্টু (৩২), কামরুজ্জামান (৩০) ও সদর উপজেলার গোবিন্দা মহল্লার লাল্টু শেখ (২৬)।
থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫