ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মহাসচিবের চিঠি পেয়েছি, খুনিদের সঙ্গে সংলাপ নয়

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
মহাসচিবের চিঠি পেয়েছি, খুনিদের সঙ্গে সংলাপ নয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্‌রিয়ার আলম

ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্‌রিয়ার আলম জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা জাতিসংঘ মহাসচিব বানকি মুনের চিঠি আমরা পেয়েছি।

তবে তা দেরিতে আমাদের হাতে এসে পৌঁছেছে।

আজ (বুধবার, ১৮ ফেব্রুয়ারি) থেকে দুদিন আগে আমরা এ চিঠি পেয়েছি।

তবে তিনি বলেন, তবে খুনিদের সঙ্গে কোনো আলাপ নয়।
 
বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্‌রিয়ার আলম সাংবাদিকদের এ সব কথা বলেন।

তিনি বলেন, জাতিসংঘ মহাসচিব বানকি মুন প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন। বিষয়টি আমরা কিছুদিন ধরেই শুনছিলাম। কিন্তু কোনো এক অদ্ভুত কারণে দুই সপ্তাহ দেরিতে চিঠিটি আমাদের হাতে এসে পৌঁছেছে।

তিনি বলেন, জাতিসংঘে নিযুক্ত আমাদের প্রতিনিধিকে মহাসচিবের চিঠি দেরিতে আসার কারণ খতিয়ে দেখতে বলা হয়েছে।

তিনি বলেন, চিঠিতে বর্তমান সহিংসতায় উদ্বেগ জানিয়ে নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বানকি মুন। পরবর্তী নির্বাচনের আগে যাতে এ ধরনের সহিংসতা যাতে আর না ঘটে, সে বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগ গ্রহণ করবেন বলে আশা করেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্‌রিয়ার আলম বলেন, জাতিসংঘ মহাসচিব চিঠিতে জানিয়েছেন, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি তারানকোকে বাংলাদেশে সহায়তা দরকার হলে  অ্যাসাইন করা হবে।

তিনি বলেন, ওই চিঠিতে বলা হয়েছে, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু, ওই চিঠির বিষয়বস্তু আমার জানা নেই।

জাতিসংঘের মহাসচিবের চিঠিতে বর্তমান সহিংসতাকে শূন্যের কোঠায় নামিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জাতিসংঘের মুখপাত্র জানিয়েছেন, অদূর ভবিষ্যতে তারানকোর বাংলাদেশে আসার কোনো সম্ভাবনা নেই। তবে প্রয়োজন হলে কোনো এক সময়ে তিনি বাংলাদেশ সফর করতে পারেন।

জাতিসংঘ মহাসচিবের এই চিঠি আন্তর্জাতিক সম্প্রদায়ের কোনো চাপ মনে করেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শাহ্‌রিয়ার আলম বলেন, এই চিঠি কোনো চাপ নয়। বন্ধু রাষ্ট্রের অনেক নতুন রাষ্ট্রদূত সম্প্রতি বাংলাদেশে এসেছেন।

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনারাও তাদের (বিভিন্ন রাষ্ট্রদূত) সঙ্গে কথা বলেছেন। কোথা থেকেও কোনো ধরনের চাপ আসেনি এবং অতীতে যুদ্ধাপরাধীদের বিচারসহ জাতীয় ইস্যুতে কিছু ঘটনা ঘটেছে। বাংলাদেশ সরকার তা নিজেই সমাধান করেছে এবং সরকার যা সিদ্ধান্ত নিয়েছে, তাই-ই ঘটেছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমরা শুধু খেয়াল রাখবো, সরকারের কোনো কর্মকাণ্ড যেন আন্তর্জাতিক মানদণ্ড লঙ্ঘন না করে!

তিনি বলেন, মঙ্গলবার আওয়ামীলীগের পক্ষ থেকে কুটনীতিকদের ব্রিফ করা হয়েছে। এ সময় তাদের সামনে বর্তমান ভয়াবহ সহিংসতার চিত্র তুলে ধরা হয়েছে। আশা করি, তারা উপলব্ধি করতে পেরেছেন, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিয়েছি; কোনো রাজনৈতিক শক্তির বিরুদ্ধে নয়।

সংলাপের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে শাহ্‌রিয়ার আলম বলেন, সংলাপের কোনো সম্ভাবনা দেখছি না। খুনিদের সঙ্গে কোনো সংলাপ করতে চাই না।

তিনি বলেন, আমরা সন্ত্রাস নির্মূল করতে চাই। বাংলাদেশের মানুষের জান এবং মালের নিরাপত্তা বিধান করতে চাই।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত নির্বাচনের (২০১৪) আগে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী স্বতঃপ্রণোদিত হয়ে টেলিফোন করা থেকে শুরু করে সর্বশেষ আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর তার (খালেদ জিয়া) সঙ্গে দেখা করতে গিয়ে অসম্মানিত হয়ে ফেরত আসেন। এর সার্বিক বিষয় আন্তর্জাতিক মহলকে জানিয়েছি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জোর দিয়ে বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দফতরগুলোর মধ্য দিয়ে আমি নিশ্চিত করছি, কেউ যেন ভুল তথ্য দিয়ে প্রভাবিত করতে না পারেন, সে জন্য এ সব ঘটনা প্রবাহগুলি আন্তর্জাতিক মহল জানে।

তিনি আরো জানান, জাতিসংঘ মহাসচিবের চিঠির দ্রুত জবাব বিস্তারিত দেওয়ার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫/আপডেটেড: ১৩৪৫ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।