নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ভূমি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রধান সহকারীর কক্ষে থাকা আসবাবপত্র ও জায়গা-জমির প্রয়োজনীয় নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এটি নাশকতা না দুর্ঘটনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানায়, সকাল ছয়টার দিকে স্থানীয়রা উপজেলা ভূমি অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় অফিসের একটি কক্ষের ভেতরে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিভায়। তবে, এর আগেই একটি কক্ষে থাকা আসবাবপত্র ও জায়গা-জমির প্রয়োজনীয় নথিপত্র পুড়ে ছাই হয়ে যায়।
বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খন্দকার মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আগুনে প্রধান সহকারীর কক্ষটি পুড়ে গেছে। এতে একটি কম্পিউটার, টেবিল, চেয়ার, দু’টি আলমারি, নথিপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনুল হক ঘটনাস্থল পরিদর্শন করে বাংলানিউজকে বলেন, এটি নাশকতা না দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫