ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সুবহানের রায়ে আইনমন্ত্রীর সন্তোষ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
সুবহানের রায়ে আইনমন্ত্রীর সন্তোষ ইনমন্ত্রী আনিসুল হক

ঢাকা: মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা আব্দুস সুবহানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়ার আদেশে সন্তোষ প্রকাশ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

এর প্রতিক্রিয়ায় সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী।



এই সরকারই যুদ্ধাপরাধীদের বিচারকাজ শুরু করেছিল জানিয়ে মন্ত্রী বলেন, যাদেরকে সাজা দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে তদন্ত করে সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ করা হয়। তদন্তে যখন প্রমানিত হয় তারা একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় হত্যাগুলো করেছিলেন, তখনই তাদরে ট্রাইব্যুনালের সামনে বিচারের জন্য সোপর্দ করা হয়।

‘নিশ্চয়ই আমাদের সকলের চেষ্টার ফলে যখন একটা সাজা হয়, তখন আমরা যারা ৩০ লাখ শহীদ মুক্তিযুদ্ধের সাফল্য অর্জন করতে এগিয়ে নিয়েছেন, যে ঋণ কোনোদিনও পরিশোধ হবে না, সেই ঋণ ক্ষুদ্রতম হলেও পরিশোধ হয়, সেটা আমাদের কাছে একটা স্বস্তির বিষয়। ’

মন্ত্রী বলেন, প্রত্যেক সাজায় আইনের শাসনের ভিত আরও শক্ত হয়, এসব বিবেচনায় আমরা এই রায়ে সন্তুষ্ট।

একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নায়েবে আমির আব্দুস সুবহানকে বুধবার(১৮ ফেব্রুয়ারি’২০১৫) ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান। ৩ সদস্যের এ ট্রাইব্যুনালের বাকি দুজন হলেন বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি শাহীনুর ইসলাম।
 
সকাল সোয়া ১১টার দিকে এ জামায়াত নেতার বিরুদ্ধে রায় ঘোষণা শুরু করেন বিচারকরা। ১৬৫ পৃষ্ঠার রায়ের সংক্ষিপ্তসার পড়া হয়।

উচ্চ আদালতে আপিল করার সময় সাজা কমে আসার বিষয়ে আইনমন্ত্রী বলেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই বিচার বিভাগ স্বাধীন, তারা যখন বিচার কার‌্যক্রম পরিচালনা করেন তার মধ্যে আমাদের কোনো বক্তব্য থাকে না। তারা যদি বিচারে মনে করেন কোনো সারকামস্টন্সে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে, সে সিদ্ধান্ত আমাদের মেনে নিতে হবে, এটাই আইনের শাসনের শিক্ষা।

আসামি পক্ষের আইনজীবীদের দাবির বিষয়ে মন্ত্রী বলেন, আপনাদের মনে কি কোনো সন্দেহ আছে তারা এক সুতোয় গাঁথা? সোবহান, মোবারক, নিজামী, মুজাহিদ- তারা এক সুতোয় গাঁথা। এটার মধ্যে কোনো সন্দেহ নেই। একাত্তরে তারা সবাই মিলে মানবতা বিরোধী অপরাধ করেছে। তাদের আইনজীবীরাও একই কথা বলবেন, এতে আশ্চর্য্যের কি আছে- প্রশ্ন রাখেন আইনমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫/আপডেটেড: ১৪৫৮ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।