বরিশাল: বরিশালের আড়িয়াল খাঁ নদে অভিযান চালিয়ে দেড় লাখ মিটার কারেন্ট জালসহ ৭০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোর থেকে সকাল পর্যন্ত সদর উপজেলা সংলগ্ন আড়িয়াল খাঁ নদে এ অভিযান চালানো হয়।
বরিশাল কোস্টগার্ডের কন্টিজেন কমান্ডার মো. আমিনুল হক বাংলানিউজকে জানান, কারেন্ট জাল দিয়ে অবাধে জাটকা নিধন চলছে এমন সংবাদের ভিত্তিতে আড়িয়াল খাঁ নদে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় কোস্টগার্ড সদস্যদের দেখে কতিপয় জেলে পালিয়ে গেলে সেখান থেকে দেড় লাখ মিটার কারেন্ট জাল ও ৭০ মণ জাটকা উদ্ধার করা হয়।
অভিযান শেষে জাটকাগুলো নগরীর রসুলপুরে কোস্টগার্ডের কার্যালয়ে এনে বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা, মন্দির ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
বরিশাল জেলা মৎস্য অফিসের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন, জব্দ কারেন্ট জালগুলো বরিশাল জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়।
বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫