ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

গাংনীতে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
গাংনীতে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক ছবি: প্রতীকী

মেহেরপুর: মেহেরপুরের গাংনী পৌর শহরের বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে দুই গ্রাম হেরোইনসহ আবু বক্কর (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে তাকে আটক করা হয়।



তিনি গাংনী পৌর এলাকার পূর্ব মালশাদহ গ্রামের মৃত মইন উদ্দিনের ছেলে।

গাংনী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সকালে হেরোইন নিয়ে বাসস্ট্যান্ডে অবস্থান করছিলেন আবু বক্কর। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে হেরোইনসহ আবু বক্করকে আটক করে।

তিনি আরো জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে মেহেরপুর কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।