কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা থেকে সেভেন পয়েন্ট সিক্স ফাইভ পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ আমান উল্লাহ সরদার (২৮) নামে এক যুবককে আটক করেছে ৠাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলা মথুরাপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আমান উল্লাহ সরদার উপজেলার বাহিরমাদী গ্রামের আব্দুর রাজ্জাক সরদারের ছেলে।
র্যাব-১২ এর কুষ্টিয়া ক্যাম্পের লে. কমান্ডার আলী হায়দার চৌধুরী বাংলানিউজকে জানান, আমান উল্লাহ চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে ৠাবের সদস্যরা রাতে বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে আমান উল্লাহকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে সেভেন পয়েন্ট সিক্স ফাইভ পিস্তল, দু’টি খালি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি উদ্ধার করে।
আমানের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫