ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মির্জাপুরে যুবকের লিঙ্গ কর্তন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
মির্জাপুরে যুবকের লিঙ্গ কর্তন

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় কুপ্রস্তাব দেওয়ায় ক্ষিপ্ত হয়ে এক তরুণী মাসুদ রানা (২৫) নামে এক যুবকের লিঙ্গ কেটে দিয়েছে।

গুরুতর অবস্থায় তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।


 
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মাসুদের বাড়ি জামালপুর জেলা সদরের নারায়ণপুর গ্রামে। তিনি উপজেলার ধেরুকায় অবস্থিত নাসির গ্লাস ফ্যাক্টরিতে স্টোর কিপার পদে কর্মরত।

স্থানীয়রা জানান, মাসুদ দীর্ঘদিন ধরে সোহাগপাড়া এলাকায় বসবাসরত গাইবান্ধা জেলার এক তরুণীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। একপর্যায়ে মঙ্গলবার রাতে ওই তরুণী কৌশলে মাসুদ রানাকে ধেরুয়া এলাকার নিরিবিলি হোটেলে আসতে বলেন। কথামত মাসুদ সেখানে আসেন।

পরে মাসুদ ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করলে তরুণী ক্ষিপ্ত হয়ে ব্লেড দিয়ে তার লিঙ্গ কেটে দেয়। পরে গুরুতর অবস্থায় মাসুদকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপার কুমুদিনী হাসপাতালে সার্জারি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মোস্তাকিম বাংলানিউজকে বলেন, ব্লেড জাতীয় ধারালো কিছু দিয়ে লিঙ্গ কাটা হয়েছে। তবে অপারেশনের পর তার অবস্থা শঙ্কামুক্ত।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।