ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

আগামী সপ্তাহে জামায়াত বিচারের আইন মন্ত্রিসভায়!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
আগামী সপ্তাহে জামায়াত বিচারের আইন মন্ত্রিসভায়! ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: মুক্তিযুদ্ধে অপরাধী সংগঠন হিসেবে জামায়াতের বিচারের আইনের খসড়া আগামী সোমবারের (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে উঠতে পারে  বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
 
বুধবার (১৮ ফেব্রুয়ারি) জামায়াতের নায়েবে আমির আবদুস সুবহানের রায়েল তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর সময় সচিবালয়ে তিনি একথা জানান।



অপরাধী সংগঠনের বিচারের আইনের খসড়া মন্ত্রিপরিষদ বিভাগে আছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, আগামী সোমবারের মন্ত্রিসভায় না হলে পরের মন্ত্রিসভায় উঠবে।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।