ঢাকা: মুক্তিযুদ্ধে অপরাধী সংগঠন হিসেবে জামায়াতের বিচারের আইনের খসড়া আগামী সোমবারের (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে উঠতে পারে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) জামায়াতের নায়েবে আমির আবদুস সুবহানের রায়েল তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর সময় সচিবালয়ে তিনি একথা জানান।
অপরাধী সংগঠনের বিচারের আইনের খসড়া মন্ত্রিপরিষদ বিভাগে আছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, আগামী সোমবারের মন্ত্রিসভায় না হলে পরের মন্ত্রিসভায় উঠবে।
বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫।