ঢাকা: বিচারপতিরা পূর্ণাঙ্গ রায় লিখে দেওয়ার পর পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করার জন্য ১৫ দিন গণনা শুরু হয় বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
আইনমন্ত্রী বলেন, বিচারপতিরা পূর্ণাঙ্গ রায় লিখে দেওয়ার পর এই ১৫ দিন গণনা শুরু হয়। যে পক্ষ রিভিউ করতে চায় সেই পক্ষ সার্টিফাইড কপির জন্য দরখাস্ত করলে সময় গণনা বন্ধ হয়ে যাবে। যেদিন সার্টিফাইড কপি রেডি হবে সেদিন থেকে আবার সময় গণনা শুরু হবে।
‘কাদের মোল্লার রায়ে আপিল বিভাগ বলে দিয়েছিলেন ১৫ দিনের মধ্যে রিভিউ করতে হবে’—উল্লেখ করেন তিনি।
রোববারের মধ্যে কামারুজ্জামানের রায়ের বিরুদ্ধে আপিলের সার্টিফাইড কপি প্রস্তুত হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী।
মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি বুধবার প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আগামী ২৬ মার্চের মধ্যে কারও রায় কার্যকর করা যাবে কি না- প্রশ্নে আইনমন্ত্রী বলেন, সোবহানের তো সম্ভব নয়ই।
বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫