ঢাকা: নাশকতাকারী, সন্ত্রাসীদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জিরো টলারেন্স গ্রহণ করবে বলে জানিয়েছেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
বুধবার দুপুরে র্যাব সদর দফতর পরিদর্শনে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ সব কথা জানান।
পুলিশি অভিযান প্রসঙ্গে আইজিপি বলেন, আন্দোলনের নামে যারা ফৌজদারি অপরাধ করবে, তাদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনীর সব সংস্থা সমন্বয় করে অভিযান আরো ত্বরান্বিত করবে।
তবে নাশকতাকারী-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেন শহীদুল হক।
খালেদা জিয়ার গ্রেফতার বিষয়ে এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে যেসব মামলা হয়েছে, তা তদন্তকারী কর্মকর্তারা তদন্ত করছেন।
কর্মকর্তারা যদি খালেদা জিয়ার সম্পৃক্ততার শতভাগ প্রমাণ পান, তাহলে তাকে গ্রেফতার করা হবে।
হিযবুত তাহেরি বাংলাদেশের জন্য কোনো হুমকি নয় জানিয়ে আইজিপি শহীদুল হক বলেন, আইন-শৃঙ্কলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে সতর্ক রয়েছে। তারা কোনোভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করলে পদক্ষেপ নেওয়া হবে।
এ সময় র্যাবের ডিজি বেনজীর আহমেদ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫