নারায়ণগঞ্জ: ঢাকাগামী চারটি যাত্রীবাহী লঞ্চ থেকে ৪ হাজার ৮০ কেজি জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়।
কোস্ট গার্ড স্টেশন পাগলা এর স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট হাসানুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মেঘনা নদীতে নিয়মিত টহলের সময় ‘এম ভি মর্নিং সান, এম ভি গাজী-৪, এম ভি পূবালী-১ ও এম ভি প্রিন্স অব বরিশাল’ লঞ্চে অভিযান চালানো হয়।
এসময় এসব লঞ্চ থেকে প্রায় ৪ হাজার ৮০ কেজি অবৈধ জাটকা জব্দ করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি।
জব্দ হওয়া জাটকা স্থানীয় বিভিন্ন এতিমখানায় দিয়ে দেওয়া হয় বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫