ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বন্ধুর ছুরিকাঘাতে আহত এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
বন্ধুর ছুরিকাঘাতে আহত এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর শাহ আলী এলকায় বন্ধুদের ছুরিকাঘাতে আহত এসএসসি পরীক্ষার্থী মাহফুজুর রহমান তুষার (১৬) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বাড়ি ঝিনাইদহ জেলার শৈল্যকুপা এলাকায়।

তুষারের বাবার নাম মতিউর রহমান। সে ১৮৫/১, দক্ষিণ বিসিল, দারুস-সালাম এলাকায় বসবাস করতো।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় তুষারের মৃত্যু হয়। এর আগে ১৬ ফেব্রুয়ারি রাতে তাকে ঢামেকে ভর্তি করা হয়েছিল।

তুষার রাজধানীর দারুস-সালাম এলাকার ঢাকা মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিলো।
 
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামান বাংলানিউজকে বলেন, ১৬ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে তুষার বন্ধুদের সঙ্গে শাহ আলী থানার ব্লক-ডি’র ৯ নং রোডে আড্ডা দিচ্ছিলো। এ সময় সিনিয়র-জুনিয়রকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে পলাশ, সজিব, আরমান, ফাহিমসহ ৭-৮ জন তুষারের কোমরে চুরিকাঘাত করে।

ওইদিন রাতেই গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেকে ভর্তি করা হয়। বুধবার সকালে চিকিৎসাধীন তুষার  মারা যান।

ওসি বলেন, এর আগে হত্যা চেষ্টায় পরিবারের পক্ষ থেকে মামলা হয়েছে। বর্তমানে হত্যা মামলা প্রক্রিয়াধীন। আসামিদের ধরতে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।