ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
যশোরে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা প্রতীকী

যশোর: যশোরের ওয়াপদা গ্যারেজের সামনে লোকনাথ (২২) নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বন্ধু লিমু (২১)।



বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত লোকনাথ জেলা শহরের বেজপাড়ার কানাই লালের ছেলে। তিনি আব্দুর রাজ্জাক মিউনিসিপাল কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র।

একই এলাকার লিমু বাংলাদেশ কম্পিউটার অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজের (বিসিএমসি) ছাত্র।  

যশোর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক জানান, স্থানীয় অনিক, আকরাম ও রাজিবের সঙ্গে লোকনাথের পূর্ব বিরোধ ছিল। এর জের ধরে দুপুরে ওয়াপদা গ্যারেজের সামনে লোকনাথের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা লোকনাথ ও তার সঙ্গে থাকা লিমুকে কুপিয়ে পালিয়ে যায়। এ অবস্থায় তাদের উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক লোকনাথকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।