রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): মাদকদ্রব্য বিক্রির অপরাধে নারায়ণগঞ্জের রূপগঞ্জে চার মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লোকমান হোসেন এ নিদের্শ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার শিমুলিয়া এলাকার নুরু মিয়ার ছেলে মানিক মিয়া (২৫), দিঘুলিয়া এলাকার দেওয়ান আজিজুল হক (৬০), কেরাব এলাকার জামান মিয়া (৪০) ও রঘুরামপুর এলাকার মনজু মিয়া (৪৫)।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে শিমুলিয়া এলাকা থেকে ছয় পিস ইয়াবাসহ মানিক মিয়াকে ও দিঘুলিয়া এলাকা থেকে দুই লিটার মদসহ জামান মিয়া, আজিজুল হক ও মনজু মিয়াকে আটক করে পুলিশ।
দুপুরে অভিযুক্তদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। সেখানে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের চারজনের মধ্যে মানিক মিয়াকে এক বছর ও বাকি তিনজনকে ছয় মাস করে কারাদণ্ড দেন।
পরে তাদের নারায়ণগঞ্জের কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫