বরিশাল: বরিশাল সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের টিয়াখালি এলাকা থেকে একটি কাটা পা (বাম) উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে পা-টি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা মজিবর রহমান সরদার বাংলানিউজকে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে টিয়াখালি সড়কের শেষ মাথায় রাস্তা সংলগ্ন পার্শ্ববর্তী একটি ক্ষেতে মানুষের একটি কাটা পা পড়ে থাকতে দেখে থানায় বিষয়টি জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে সেটি উদ্ধার করে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) আব্দুর রউফ, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন।
থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) গোলাম কবির বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি কোনো পুরুষের বাম পায়ের কাটা অংশ। পা-টি মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতাল ল্যাবে পাঠানো হবে।
এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫