কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে ওয়েজ করুনি (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে কিশোরগঞ্জের বড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে।
করুনি কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়নের কানকাটি গ্রামের পূর্বপাড়ার ইজ্জত আলীর ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
এলাকাবাসী ও কিশোরগঞ্জ রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে ঢাকাগামী ঈশাখাঁ এক্সপ্রেস ট্রেন বড়ইতলা এলাকা অতিক্রম করছিল। এ সময় করুনি ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কর্শকাড়িয়াইল ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন বাংলানিউজকে জানান, করুনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫