ফেনী: ফেনীর আলোচিত উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি মো. ইউনুছ ভূঁঞা শামিম ওরফে টপ শামিম ও জালাল আহাম্মদ ইলিয়াছ ওরফে কালা জানুকে জামিন দিয়েছে উচ্চ আদালত।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মো. ফারুকীর বিচারিক আদালতে জামিনের কপি এসে পৌঁছায়।
জেল সুপার শঙ্কর মজুমদার জানান, জামিন আদেশের কপি কারাগারে পৌঁছালে বিধি মোতাবেক জামিনে মুক্ত হবেন তারা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, একরাম হত্যাকাণ্ডে জড়িত এ দুই আসামি উচ্চ আদালতে জামিন আবেদন করলে হাইকোর্টের বিচারপতি মো. নিজামল হক ও একেএম জহিরুল হকের যৌথ বেঞ্চ শুনানি শেষে ১৫ ফেব্রুয়ারি টপ শামিমকে মামলার নিষ্পত্তি হওয়া পর্যন্ত জামিন দেন।
একইভাবে ৯ ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারক মো. রেজাউল হক ও মো. খশরুজ্জমানের যৌথ অন্য একটি বেঞ্চ এ মামলার আরেক আসামি জালাল আহাম্মদ ইলিয়াছকে এক বছরের জামিন মঞ্জুর করেন।
বুধবার হাইকোর্টের রেজিস্টার স্বাক্ষরিত পৃথক দুই বেঞ্চের জামিন আদেশ ফেনী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৌঁছায়। তাদের জামিনের আদেশ কপি ফেনী কারাগারে পাঠানো প্রক্রিয়াধীন রয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫