সিলেট: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানের ফাঁসির রায়কে স্বাগত জানিয়ে সিলেটে মিছিল করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং দলের অন্যান্য অঙ্গ সংগঠন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর কোর্ট পয়েন্ট থেকে জেলা ও মহানগর আওয়ামী লীগের মিছিল বের হয়।
নগরীর কোর্ট পয়েন্টে আওয়ামী লীগের মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা যুদ্ধাপরাধের মামলায় আব্দুস সুবহানের ফাঁসি রায়কে স্বাগত জানান। পাশাপাশি সব যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় কার্যকরের দাবি জানানো হয়।
এ সময় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।
সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক নাছির উদ্দিন খান, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সিকান্দার আলীসহ আরও অনেকে।
এর আগে ১৪ দলের নেতারা জেলা পরিষদ মিলনায়তনে দলের কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
এদিকে, দুপুরে যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় কার্যকরের দাবিতে ছাত্রলীগ নেতাকর্মীরা মদন মোহন কলেজের সামনে থেকে মিছিল বের করে। মিছিলটি রিকাবিবাজার পয়েন্ট হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়।
বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫