সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে জমি বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের নারীসহ কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার কর সালিকা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রাজা সরদার (৩৮), সওদাগর (৩৫), খোদেজা (৩৬), চাঁদমিয়াসহ ছয়জনকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার কর সালিকা গ্রামে আজমত আলী মাস্টার ও নাসির উদ্দিন টোকানের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে সকালে দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের নারীসহ কমপক্ষে ১৩ জন আহত হয়।
এ ঘটনায় নাসির উদ্দিন টোকান ও হাজী আজমত আলী এক অপরকে দায়ি করেছেন।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাব উদ্দিন খলিফা বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫