ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

চান্দিনায় চোলাই মদসহ আটক ১

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
চান্দিনায় চোলাই মদসহ আটক ১ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনায় চোলাই মদ তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৪ হাজার ২শ’ লিটার চোলাই মদসহ কার্তিক রবিদাস নামে একজনকে আটক করা হয়েছে।  
 
বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে চান্দিনা উপজেলার সদর বাজার এলাকায় ঋষি পল্লীতে উপজেলা প্রশাসন, মাদক নির্মূল কমিটি ও র‌্যাপিড অ্যকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১) যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে।


 
এ সময় উদ্ধার হওয়া ৪ হাজার ২শ লিটার চোলাই মদ, তিনশ’ কেজি চিটা গুড় ও ২১ মটকা (বড় পাতিল) মদ তৈরির সরঞ্জাম ধ্বংস করা হয়।
 
আটক কার্তিক (৩৫) চান্দিনা ঋষি পল্লীর বাসিন্দা। তিনি অবৈধ মদ তৈরির ওই কারখানার মালিক।  
 
চান্দিনা উপজেলা প্রশাসন সূত্র জানায়, কার্তিক দীর্ঘদিন ধরে চোলাই মদ তৈরি, সরবরাহ করে আসছিলেন। বুধবার ভোরে চান্দিনা উপজেলা প্রশাসন, মাদক দ্রব্য নির্মূল কমিটি ও র‌্যাব-১১ সদর বাজার এলাকায় ঋষি পল্লীতে যৌথ অভিযান চালায়।
 
এ সময় কার্তিককে আটক করা হয়। এছাড়া, কারখানায় উৎপাদিত চোলাই মদ ধ্বংস করা হয়।
 
অভিযানকালে উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী আফরোজ, র‌্যাব-১১ এর মেজর এ জেড এম সাকিব সিদ্দিকী প্রমুখ।
 
এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে র‌্যাব-১১ একটি মামলা দায়ের করেছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
 
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।