ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সংঘাত বন্ধ না হলে পথে নামবে হিজড়া সম্প্রদায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
সংঘাত বন্ধ না হলে পথে নামবে হিজড়া সম্প্রদায় বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশে চলমান রাজনৈতিক সংঘাত ও জ্বালাও-পোড়াও না থামালে কঠোর আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে হিজড়া সম্প্রদায়।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে একটায় রাজধানীর বনানী মাঠে বাংলাদেশ হিজড়া কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এক সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।



সংগঠনের সভাপতি আবিদা সুলতানা মিতু বলেন, আমরা চাই দেশে সুষ্ঠু ও সুশৃঙ্খল রাজনীতি বজায় থাকুক। যাতে সবাই শান্তিতে বসবাস করতে পারে। আগুনে পুড়ে আর কোন মানুষের প্রাণহানি চাই না।

‘এভাবে সহিংসতা চলতে থাকলে দেশের ১৪ লাখ হিজড়া রাজপথে নেমে আসবে। কঠোর আন্দোলনের মাধ্যমে এসব সহিংসার উচিৎ জবাব দেওয়া হবে’—হুঁশিয়ারি দেন তিনি।

হিজড়া সম্প্রদায়ের এই নেত্রী জানান, আজ বিএনপি নেত্রী খালেদা জিয়ার কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি থাকলেও পুলিশি বাধার কারণে তা হয়নি।

কর্মসূচিতে অংশ নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেন তারা। সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়।

মিছিল নিয়ে গুলশানের দিকে যেতে চাইলে পুলিশের বাধার মুখে পড়েন হিজড়ারা।

কর্মসূচিতে হিজড়া সম্প্রদায়ের নেতা শামসু হিজড়া, পাহাড়ি হিজড়া, মেসবাহ হিজড়া, দিপালী হিজড়া, স্বপ্না হিজড়া, হায়দার হিজড়া নেতৃত্ব দেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।