ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মেরিন ইঞ্জিনিয়াররা জাতির ভবিষ্যত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
মেরিন ইঞ্জিনিয়াররা জাতির ভবিষ্যত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: মেরিন ইঞ্জিনিয়াররা জাতির ভবিষ্যত বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) গাজীপুরের পূবাইলে ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমির স্থায়ী ক্যাম্পাসে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।



প্রতিষ্ঠানের চতুর্থ ব্যাচের ক্যাডেটদের পাসিং আউট উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি চুমকি বলেন, মেরিন ইঞ্জিনিয়াররা জাতির ভবিষ্যত। সরকার মেরিটাইম সেক্টরে দক্ষ মানব শক্তি গড়ে তুলতে সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের কমান্ড্যান্ট ক্যাপ্টেন জাকি আহাদ।

মন্ত্রীর বক্তব্যের পরপরই ক্যাডেটদের কুচকাওয়াজ ও শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।

এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক, ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমির অধ্যক্ষ, সিঙ্গাপুরের ইউনিক্স লাইনের ব্যবস্থাপনা পরিচালক ও সান্তকু সেনপাকো শিপ ম্যানেজমেন্টের জেনারেল ম্যানেজার উপস্থিত ছিলেন।

এ বছর ১১৪জন ক্যাডেট  নটিক্যাল ও ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে আব্দুর নুর তুষার, বেস্ট নটিক্যাল ক্যাডেট রুহুল আমিন ও বেস্ট ইঞ্জিনিয়ার ক্যাডেট এসএম মাহমুদুর রহমানকে পদক দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।