বেনাপোল (যশোর): যশোরের শার্শা উপজেলার স্বরূপদাহ এলাকায় বাসের চাপায় তামিম (৪) নামে একটি শিশু নিহত হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তামিম স্থানীয় ইসরাফিল হোসনের ছেলে।
পুলশি জানায়, তামিম সকালে বাড়ি সংলগ্ন রাস্তার পাশে খেলছিল। এসময় শার্শার কাশিপুর এলাকা থেকে ছেড়ে আসা একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে গেলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা এ অবস্থায় তামিমকে উদ্ধার করে নাভারন হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চা
শার্শা থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আব্দুর রহিম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫