ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বিদেশে শ্রমিক পাঠানোর ক্ষমতা চান এমপিরা, নাকচ মন্ত্রীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
বিদেশে শ্রমিক পাঠানোর ক্ষমতা চান এমপিরা, নাকচ মন্ত্রীর

ঢাকা: প্রবাসে শ্রমিক পাঠানোর ক্ষমতা চান এমপিরা, কিন্তু সরাসরি নাকচ করে দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান  মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র বৈঠকে এমপিরা এ দাবি জানান।



নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এসব আলোচনা হয়।

বৈঠক সূত্রে জানা গেছে কমিটি সদস্য আয়েন উদ্দিনসহ একাধিক সদস্য প্রস্তাব করেন মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে শ্রমিক পাঠানোর সুযোগ দিতে। এমপিদের দাবির বিষয়ে মন্ত্রী বলেন, এসব ঝামেলায় যাওয়ার দরকার নেই। কেননা পরে এলাকায় লোকদের কাছে সুনাম ক্ষুণ্ন হবে। দেখাবে কোন একজন না যেতে পারলে এ নিয়ে বিভেদ সৃষ্টি হবে। তাই যেভাবে আছে, সেভাবেই চলবে।
 
বৈঠকে মন্ত্রী আরও জানিয়েছেন, শ্রমিক পাঠানোর ক্ষেত্রে বেশী সর্তক হতে হবে। এক্ষেত্রে যে এলাকার লোক যাবে  সেই এলাকার সংসদ সদস্যের প্রত্যয়ন নেওয়া বাধ্যতামূলক করতে হবে। এতে করে অবৈধ পথে শ্রমিক যাওয়া বন্ধ হবে।    
 
প্রবাসী শ্রমিকদের মেশিল রিডেবল পাসপোর্ট (এমআরপি) দ্রুততার সাথে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন। যে করেই হোক নির্ধারিত সময়ের মধ্যে এমআরপি প্রদানের ব্যাপারে সম্মত হয়েছে কমিটি। এজন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিবের সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের সচিবদের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। এই টাস্কফোর্স ১৬ ফেব্রুয়ারি একটি মিটিং করেছে। এ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে প্রবাসী শ্রমিকদের এমআরপি প্রদানে কল্যাণ ফান্ডের টাকা ব্যবহারের।
 
এছাড়া নারী শ্রমিক পাঠানোর আগে ৬ সপ্তাহের প্রশিক্ষণের জন্য ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে একটি চুক্তি  সই হয়েছে বলে কমিটিকে জানানো হয়েছে। এ চুক্তির আওতায় নারী শ্রমিকদের আরবী ভাষার ওপর প্রশিক্ষণ প্রদান করা হবে। যেন প্রবাসে গিয়ে কোন শ্রমিকের সমস্যায় পড়তে না হয়। এছাড়া নারী শ্রমিকদের নিরাপত্তার বিষয়টিতেও গুরুত্বারোপ করা হয়েছে।
 
মন্ত্রী ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন, সদস্য মন্নুজান সুফিয়ান, মো. ইসরাফিল আলম,মাহমুদ সামাদ চৌধুরী, মাহফুজুর রহমান, মো. আয়েন উদ্দিন, মাহ্জাবীন মোরশেদ প্রমুখ।

এছাড়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।