জাতীয় সংসদ ভবন থেকে: যারা দেশব্যাপী নাশকতার মাধ্যমে মানুষ হত্যা করছে তাদের বিচার হবেই। কারা এর সঙ্গে জড়িত তা ইতোমধ্যে জানা গেছে।
‘খালেদা জিয়া তার গুলশান কার্যালয়ে বসে মানুষ হত্যার নির্দেশ দিচ্ছেন। তার বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়ার দরকার তা নেওয়া হবে। খুনের দায় এড়াতে পারবেন না খালেদা জিয়া’ সংসদে বললেন প্রধানমন্ত্রী।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে নারায়ণগঞ্জ-১ আসনের সরকারদলীয় সদস্য গোলাম দস্তগীর গাজীর সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
সরকারদলীয় অরেক সদস্য শামীম ওসমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আইন তার আপন গতিতে চলবে। খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। আইনের নিজস্ব গতিতে সেই মামলার বিচার হবে।
তিনি বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়ার দরকার, নেওয়া হবে। এসময় প্রধানমন্ত্রী বর্তমান নাশকতাকে আইএস’র মতো বলে উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, প্রচলিত আইনেই নাশকতার বিচার করার ক্ষমতা রয়েছে। তবে বিচার যেন দ্রুত হয় সেজন্য আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করবো।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
** সংসদ অধিবেশন মুলতবি সোমবার পর্যন্ত
** হিজবুতের পোস্টার ছাপানোর বিরুদ্ধে ব্যবস্থা
** মুক্তিযোদ্ধা কোটায় প্লট পেয়েছেন আ স ম ফিরোজ
** অবৈধ রাষ্ট্রপতিদের অবসরভাতা নিয়ে আইনি সমাধনে সরকার
** ফরমালিন নিয়ন্ত্রণ বিলসহ দুই বিলে রাষ্ট্রপতির সম্মতি
** খালেদা আইএস’র সঙ্গে হাত মিলিয়ে মানুষ মারছেন