মাদারীপুর: মাদারীপুরের কালকিনি উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় সুমাইয়া ইকবাল ইমু (৬) নামে একটি শিশু নিহত হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ইমু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে ভূরঘাটা-সমিতিরহাট সড়কের প্রেসক্লাবের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় একটি মোটরসাইকেল পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে ইমু গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়।
এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্দু বালা বলেন, মোটরসাইকেলটি আটক করা গেলেও চালক পালিয়ে যায়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫