বরিশাল: আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বরিশাল রিপোর্টার্স ইউনিটির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১২টায় নগরীর সদর রোডের বিবির পুকুরপাড় সংলগ্ন রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ উপলক্ষে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাপ্পি মজুমদারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পূলক চ্যাটার্জী, বরিশাল টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির, বরিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী আবুল কালাম আজাদ, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান, মীর মনিরুজ্জামান, সুশান্ত ঘোষ, বরিশাল প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহামুদ, বীর মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, এনায়েত হোসেন, এমজি কবির ভুলু প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা সাংবাদিকতা পেশাকে মহতি পেশা হিসেবে এবং তথ্য প্রযুক্তি নির্ভর পেশা হিসেবে তুলে ধরার জন্য নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান। এবং সাদা কে সাদা কালো কে কালো হিসেবে তুলে ধরার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এসময় নজরুল বিশ্বাস বলেন, কোনো ধরনের কালো শক্তি কিংবা বিতর্কিত কোনো কার্যকালাপকে রিপোর্টার্স ইউনিটি সমর্থন দেয়নি এবং ভবিষ্যতেও দিবেনা। এ রিপোর্টার্স ইউনিটি সৎ-নিষ্ঠাবান, প্রগতিশীল, উদ্যোমী সাংবাদিকদের জন্য সর্বদা উম্মুক্ত ছিলো থাকবে।
আলোচনা শেষে কেক কাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে বরিশাল রিপোর্টার্স ইউনিটির ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫