ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

খালেদা আইএস’র সঙ্গে হাত মিলিয়ে মানুষ মারছেন

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
খালেদা আইএস’র সঙ্গে হাত মিলিয়ে মানুষ মারছেন

জাতীয় সংসদ ভবন থেকে: আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস’র সঙ্গে  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যোগসূত্র রয়েছে অভিযোগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আইএস’র সঙ্গে হাত মিলিয়ে খালেদা বাংলাদেশে মানুষ পুড়িয়ে মারছেন। দেশের মানুষ খুনের দায় খালেদা এড়াতে পারেন না।

তার বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়ার নেওয়া হবে।

যারা দেশব্যাপী নাশকতার মাধ্যমে মানুষ হত্যা করছে তাদের বিচার হবেই। কারা এর সঙ্গে জড়িত তা ইতোমধ্যে জানা গেছে। নাশকতাকারী সন্দেহে যারা আটক তাদের জবানবন্দি থেকেই এসব তথ্য বেরিয়ে এসেছে বলেও জাতীয় সংসদে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘খালেদা জিয়া তার গুলশান কার্যালয়ে বসে মানুষ হত্যার নির্দেশ দিচ্ছেন। তার বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়ার দরকার তা নেওয়া হবে। খুনের দায় এড়াতে পারবেন না খালেদা জিয়া’ বলেন তিনি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে নারায়ণগঞ্জ-১ আসনের সরকারদলীয় সদস্য গোলাম দস্তগীর গাজীর সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

সরকারদলীয় অরেক সদস্য শামীম ওসমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আইন তার আপন গতিতে চলবে। খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। আইনের নিজস্ব গতিতে সেই মামলার বিচার হবে।

তিনি বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়ার দরকার, নেওয়া হবে। এসময় প্রধানমন্ত্রী বর্তমান নাশকতাকে আইএস’র মতো বলে উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, প্রচলিত আইনেই নাশকতার বিচার করার ক্ষমতা রয়েছে। তবে বিচার যেন দ্রুত হয় সেজন্য আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করবো।

জঙ্গি সংগঠন আইএস সম্প্রতি ৪৫ জনকে পুড়িয়ে মেরেছে বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আইএস’র সঙ্গে উনার (খালেদার) যোগসূত্র রয়েছে। আইএস’র সঙ্গে হাত মিলিয়ে আমাদের দেশের মানুষ পুড়িয়ে মারছেন তিনি। খালেদা জিয়ার হুকুমে জ্যান্ত মানুষ পুড়িয়ে মারা হচ্ছে। কী ছিল আমার দেশের মানুষের অপরাধ? এসব কর্মকাণ্ডের সঙ্গে কারা জড়িত, জামায়াত-শিবির এবং উনার ক্যাডার বাহিনী। এই অন্যায় সহ্য করা যায় না। এটা সহ্য করলে দেশ ধ্বংস হয়ে যাব। কারণ উনার উদ্দেশ্য দেশকে ধ্বংস করা।

হরতাল প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষা শুরুর দিন থেকে ধারাবাহিকভাবে হরতাল দিয়ে যাচ্ছে তারা। উনার হরতাল কেউ মানে না, রাস্তা-ঘাটে যানজট। কিন্তু খুন-খারাবি চালিয়েই যাচ্ছেন। হরতাল হচ্ছে না কিন্তু মানুষ আতঙ্কে আছে। এতে উনার অর্জন কী হচ্ছে? বাংলাভাই সৃষ্টি করে জঙ্গিবাদের উত্থান করেছেন। ক্ষমতায় থাকতে তখন যেমন মানুষ হত্যা করেছেন এখনও করছেন ক্ষমতায় যেতে। দিনের পর দিন উনার কার্যক্রমের কারণে মানুষ একদিন বিএনপির নাম মুখে নেবে না। বিএনপির কথা শুনলে মুখে থু থু দেবে।
 
রুস্তম আলী ফরাজীর সম্পূরক এক প্রশ্নের প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া তার জামায়াত বাহিনীকে সঙ্গে নিয়ে অশান্তি শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন হোক তিনি তা চান না।
 
পীর ফজলুর রহমানের অন্য এক সম্পূরক প্রশ্নের জবাবে বলেন, হিজবুত তাহরী একটি নিষিদ্ধ সংগঠন। এই সংগঠনের পোস্টার যারা ছাপিয়ে উসকানি দিচ্ছে, মদদ দিচ্ছে, তাদের বিরুদ্ধে বব্যস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।