ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ধুনটে হত্যা মামলার আসামি গ্রেফতার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
ধুনটে হত্যা মামলার আসামি গ্রেফতার ছবি: প্রতীকী

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় কৃষক হত্যা মামলায় মিঠু মিয়া (৩২) নামে এজাহারভুক্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বাড়ির পাশে ফসলের মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়।

মিঠু মিয়া উপজেলার শাকদহ গ্রামের আবুল হোসেনের ছেলে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ২০১১ সালে জমি জমা বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনায় এক কৃষক নিহত হন। এ ঘটনার পর থেকে মিঠু মিয়া পলাতক ছিলেন। পরে আদালত তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

বুধবার বিকেল ৩টার দিকে মিঠু মিয়াকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।