রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বসন্তপুরে মাহেন্দ্র-ট্রাক সংঘর্ষে একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তির নাম জাকির হোসেন (৩৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জের চণ্ডীপুর গ্রামের লাল মোহাম্মদের ছেলে।
রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ হোসেন বাংলানিউজকে বলেন, চাঁপাইনবাবগঞ্জগামী যাত্রীবাহী মাহেন্দ্রর সঙ্গে রাজশাহীগামী একটি চালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রটি দুমড়ে মুচড়ে যায়। উল্টে যায় ট্রাকটি। এতে আহত হন সাতজন।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে জাকির হোসেন মারা যান।
তিনি মাহেন্দ্রর যাত্রী ছিলেন। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মাহেন্দ্র ও ট্রাকটি সরানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হবে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫