মাগুরা: মাগুরা সদর উপজেলার ঘোপডাঙ্গা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দু’দল গ্রামবাসীর মধ্যে সংর্ঘষে ১৫ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে আটজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে একটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘোপডাঙ্গা গ্রামের মমিন মোল্যা বাংলানিউজকে জানান, আধিপত্য বিস্তার নিয়ে ঘোপডাঙ্গা গ্রামের ছালাম মোল্লা ও শাহেদ মোল্লার সমর্থকদের মধ্যে কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল।
বুধবার দুপুরে ছালাম মোল্লার ছাগল শাহেদ মোল্লা গ্রুপের চান্দ মিয়ার ক্ষেতে ঢুকে ফসল নষ্ট করে। এ সময় চান্দ মিয়া ছাগলটি আটকে রাখে।
এ খবরে ছালাম মোল্লার সমর্থকরা ক্ষুব্ধ হয়ে চান্দ মিয়াসহ শাহেদ মোল্লার সমর্থকদের ওপর লাঠিসোঠা, ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে দু’পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়। এ সময় পাঁচটি বাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনও মামলা বা কেউ আটক হয়নি।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫