ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সুবহানের ফাঁসির রায়ে সেক্টর কমান্ডার্স ফোরামের সন্তোষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
সুবহানের ফাঁসির রায়ে সেক্টর কমান্ডার্স ফোরামের সন্তোষ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মানবতাবিরোধী অপরাধ মামলায় আলবদর বাহিনী নেতা আব্দুস সুবহানের ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করেছে সেক্টর কমান্ডারস ফোরাম।

সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ কার্যনির্বাহী সদস্য তুষার আমীন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ সন্তোষ প্রকাশ করার কথা জানানো হয়।



বুধবার(১৮ ফেব্রুয়ারি’২০১৫) জামায়াতের নায়েবে আমির আব্দুস সুবহানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ রায়ের মধ্য দিয়ে বৃহত্তর পাবনায় ১৯৭১ সালে যে গণহত্যাসহ মানবতাবিরোধী যে অপরাধ ঘটানো হয়েছে চার দশক পর এর বিচার হয়েছে। এ রায়ে মানবতা সমুন্নত হওয়ার পাশাপাশি নিহত ও আহতদের পরিবার সুবিচার লাভ করেছে।

আরও বলা হয়, এ মামলাসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১৬টি মামলার রায় দিয়েছে। কিন্তু মাত্র একজন যুদ্ধাপরাধীর রায় কার্যকর হয়েছে।

মামলাগুলোর দ্রুত নিষ্পত্তিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি আলাদা বেঞ্চ গঠনের দাবি জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।