ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ও দুপুরে এ দুটি দুর্ঘটনা ঘটে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল হক বাংলানিউজকে জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের ফুলপুর উপজেলার হরিরামপুর নামকস্থানে ঢাকাগামী বাসের ধাক্কায় আমীর হোসেন (৬৫) নামে সাবেক এক ইউপি সদস্য মারা যান।
জানা যায়, তার বাড়ি হালুয়াঘাট উপজেলার গাজীরভিটা ইউনিয়নের পুর্বসুমনিয়াপাড়া গ্রামে। তিনি মোটরসাইকেলযোগে শেরপুর যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহাম্মদ বাংলানিউজকে জানান, বুধবার দুপুর আড়াইটার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের তারাকান্দা উপজেলার কাকনী নামকস্থানে ট্রাক চাপায় জামির উদ্দিন (৫০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
জানা যায়, তার বাড়ি তারাকান্দা উপজেলার বাগুন্দা গ্রামে। তিনি সিএনজি অটোরিকসাযোগে তারাকান্দা হাটে যাওয়ার পথে রাস্তায় ছিটকে পড়লে ফুলপুরগামী একটি ট্রাক চাপা দিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫