ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে অস্ত্র মামলায় ১ ব্যক্তির ১৭ বছরের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
বরিশালে অস্ত্র মামলায় ১ ব্যক্তির ১৭ বছরের কারাদণ্ড প্রতীকী

বরিশাল: বরিশালে র‌্যাবের দায়ের করা অস্ত্র মামলায় এক ব্যক্তির ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বরিশালের জেলা ও দায়েরা জজ আদালতের বিচারক মো. আনোয়ারুল হক আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।



দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- বাকেরগঞ্জের চরসমাদ্দি এলাকার বাসিন্দা মৃত আ. রশিদ কবিরের ছেলে ও বরিশাল নগরীর ২৫ নম্বর ওয়ার্ড গাউছিয়া সড়কের বাসিন্দা মো. আ. রহিম।

বুধবার আদালতের বেঞ্চ সহকারী ফারুক হোসেন বাংলানিউজকে জানান, ২০১২ সালের ২৮ জানুয়ারি দুপুর আড়াইটার দিকে বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানাধীন গাউছিয়া সড়কের মল্লিক বাড়ি থেকে আ. রহিমকে একটি এলজি, দু’টি কার্তুজ, একটি রামদা ও একটি করাতসহ আটক করে র‌্যাব-৮।

আটকের পর ওই দিনই র‌্যাব-৮ এর কোম্পানী এক এর ডিএডি মোহা. রেজাউল হোসেন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আলমগীর ২০১২ সালের ২৭ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন পেশ করেন।

আদালত নয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় পৃথক দু’টি ধারায় ১০ ও ৭ বছর করে মোট ১৭ বছরের কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।