ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ শিবির ক্যাডার জনি গুলিবিদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ শিবির ক্যাডার জনি গুলিবিদ্ধ

রাজশাহী: রাজশাহীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ছাত্র শিবিরের দুর্ধর্ষ ক্যাডার জনি ইসলাম (২০) গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গভীর রাতে নগরের রাজপাড়া থানার তেরোখাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।


 
জনি ইসলাম মহানগরের বিনোদপুর এলাকার রফিকুল ইসলাম দুলালের ছেলে ও স্থানীয় ইসলামীয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে বিনোদপুর বাজারে মহানগরের ৩০ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি মেহেদী হাসান ইয়ামিন (২৬) ও ছাত্রলীগ কর্মী ইশতিয়াক হোসেন ইশার (২৪) পায়ের রগ কেটে দেয় শিবির।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে বিনোদপুর এলাকা থেকে রাত ১১টার দিকে শিবিরের দুর্ধর্ষ ক্যাডার জনি ইসলামকে আটক করে। পরে মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে তার সহযোগীদের সম্পর্কে তথ্য পাওয়া যায়। রাতে সহযোগীদের আটক ও অস্ত্র উদ্ধারের জন্য পুলিশ তাকে নিয়ে অভিযানে বের হয়। রাত ২টার দিকে রাজপাড়া থানার তেরোখাদিয়া এলাকায় পৌঁছায় পুলিশ।

জনিকে নিয়ে ওই এলাকার ডাবতলায় অভিযান শুরু করলে শিবির ক্যাডাররা পুলিশকে লক্ষ্য করে প্রায় ৮টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে তারা গুলিও চালায়। পরে পুলিশ আত্মরক্ষায় গুলি চালাতে থাকলে শিবির ক্যাডার জনি ইসলাম দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে দু’পক্ষের গোলাগুলির মাঝে পড়ে আহত হন জনি। তার বাম পায়ের হাঁটুর নিচে গুলি লাগে।

গুলিবিদ্ধ জনিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায় পুলিশ। পরে তাকে ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে তার চিকিৎসা চলছে। জনি ইসলাম শিবিরের দুর্ধর্ষ ক্যাডার। তার নেতৃত্বেই বড় বড় হামলা ও নাশকতার ঘটনা ঘটে বলে জানান মহানগর পুলিশের মুখপাত্র।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।