ঢাকা: অবৈধভাবে পুলিশে নিয়োগ বাণিজ্য ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগে পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপির ব্যক্তিগত সহকারী (পিএ) আইয়ুব আলীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এসব অভিযোগের পাশাপাশি তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগও এসেছে রাষ্ট্রীয় দুর্নীতি বিরোধী সংস্থাটিতে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) এমন অভিযোগের ভিত্তিতে তাকে দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন দুদকের সহকারী পরিচালক আল আমিন।
জিজ্ঞাসাবাদের বিষয়ে বিকেলে বাংলানিউজকে নিশ্চিত করেন দুদকের দায়িত্বশীল সূত্র। সূত্রটি জানায়, গত বছরের ১৭ ডিসেম্বর আইয়ুব আলীর বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন।
অর্থ পাচার ও অবৈধ সম্পদের অভিযোগের পাশাপাশি মো. আইয়ুব আলীর বিরুদ্ধে সরকারবিরোধীদের তথ্য পাচারের অভিযোগও দুদকে এসেছে। তবে সরকারি তথ্য পাচারের অভিযোগ দুদকের তফসিলভুক্ত না হওয়ায় দুদক কেবল আর্থিক দুর্নীতির বিষয়টি অনুসন্ধান করছে।
দুদকে আসা তার বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, তিনি অবৈধভাবে নিয়োগ পেয়েছেন। পটুয়াখালী জেলার দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়ন তার স্থায়ী ঠিকানা। পুলিশে নিয়োগের সময় পটুয়াখালী জেলায় কোনো কোটা না থাকায় তিনি ঢাকার ভুয়া ঠিকানা ব্যবহার করে নিয়োগ নিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫