জাতীয় সংসদ ভবন থেকে: নিষিদ্ধ হিজবুত তাহরীর পোস্টার যারা ছাপাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি সম্প্রতি একটি ইংরেজি দৈনিকে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর পোস্টার ছাপানোর বিষয় উল্লেখ করে বলেন, ‘একটি নিষিদ্ধ সংগঠনের পোস্টার পত্রিকায় ছাপানো মানে তাদের প্রচারে সহযোগিতা করা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বিরোধীদল জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, হিজবুত তাহরীকে অনেক আগেই আমরা নিষিদ্ধ ঘোষণা করেছি। এর যে নেতা তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
তিনি বলেন, তারা (হিজবুত তাহরী) যাতে কোনো নাশকতা করতে না পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। যে কারণে ২০০৯ সালের পর থেকে আর কোনো নাশকতা করতে পারেনি তারা। কিন্তু দুর্বলটা আমাদের খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি-জামায়াত যখন নাশকতা করছে ঠিক সেই মুহুর্তে তারা সুযোগটা পাচ্ছে। উনি (খালেদা জিয়া) যদি এটা না করতেন, তাহলে হয়তো এই সুযোগ তারা পেত না। জানি না তারই ছত্রছায়ায় হিজবুত তাহরী এসব করছে কি-না। কেননা আইএস, বিএনপি জামায়াত এই একই সূত্রে গাঁথা।
এ সময় তিনি বলেন, সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে গত ১১ ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিক পত্রিকার ৩ নম্বর পাতায় হিজবুত তাহরীর একটি বিশাল পোস্টার ছাপানো হয়েছে। সেখানে দেখানো হয়েছে রাজধানীর বাংলামোটরের কোনো এক কোণায় হিজবুত তাহরীর পোস্টার।
শেখ হাসিনা আরও বলেন, একটি নিষিদ্ধ সংগঠনের পোস্টার পত্রিকায় ছাপানো মানে তাদের প্রচারে সহযোগিতা করা। হিজবুত তাহরীর নজরে আসা। কেননা বাংলামোটরের একটি কোণায় কোথায় একটি পোস্টার ছিল তা মানুষের চোখে পরতো না। নেগেটিভ হোক বা পজেটিভ হোক, এটা যেভাবেই প্রকাশ করা হোক এটা করা উচিত না। এটা তাদের মদদ দেওয়া, উসকানি দেওয়ার সামিল। ছপিয়ে যারা মদদ দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, পত্রিকায় ছাপানোর আগে কোন সংগঠন নিষিদ্ধ, কোনটা নিষিদ্ধ না, কোনটা ছাপানো যাবে, কোনটা যাবে না সেটা ভেবে দেখা দরকার। তবে কেন করা হয় না, তা আমার কাছে বোধগম্য নয়। তবে আমরা এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছি। নিষিদ্ধ হিজবুত তাহরীর পোস্টার ছপিয়ে যারা মদদ দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনোভাবেই জঙ্গিবাদকে প্রশ্রয় দেবো না।
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫