বগুড়া: বাংলানিউজে গত মঙ্গলবার(১৭ ফেব্রুয়ারি) প্রকাশিত ‘বগুড়ায় শাহ সুলতান কলেজেও ছাত্র ধর্মঘট’ শীর্ষক সংবাদে বক্তব্য ঠিকমতো প্রকাশ হয়নি বলে দাবি করেছেন কলেজটির রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. ফারুক আহম্মেদ।
বুধবার এক বিবৃতিতে তিনি বলেছেন, আমার যে বক্তব্য প্রকাশ হয়েছে তা ভুল বুঝাবুঝি মাত্র।
বিবৃতিতে তিনি বলেন, প্রকৃতপক্ষে কলেজে শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সবাই ওই দিন (১৭ ফেব্রুয়ারি) উপস্থিত ছিলেন। কলেজে শিক্ষার্থী কিছু কম থাকলেও ক্লাসের কোন ব্যঘাত ঘটেনি বা এ বিষয়ে আমিসহ কলেজ কর্তৃপক্ষের আন্তরিকতার কোন কমতি ছিলনা। ওই দিন কলেজে বিভিন্ন বিভাগের ইনকোর্স নির্বাচনী ও মৌখিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫