ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

দাগনভূঞায় মার্কেটে আগুন, ৩০ লাখ টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
দাগনভূঞায় মার্কেটে আগুন, ৩০ লাখ টাকার ক্ষতি

ফেনী: ফেনীর দাগনভূঞা বাজারের হাসেম মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।



বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট চেষ্টা চালিয়ে রাত সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
 
স্থানীয়রা জানায়, সন্ধ্যা ৭টার দিকে ওই মার্কেটের নিচ তলায় মদিনা ফোমের শোরুম থেকে আগুনের লেলিহান শিখা দেখা যায়। মূহুর্তে হাসেম মার্কেটের দ্বিতীয় তলায় অন্য দোকানে আগুন ছড়িয়ে পড়ে।
 
প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। খবর পেয়ে ফেনী ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর মধ্যেই কয়েকটি দোকান ও শোরুমের মালামাল পুড়ে যায়।  
 
ফেনী ফায়ার সার্ভিসের ইনচার্জ জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, বৈদ্যতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা।
 
বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫      

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।