ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ডুমুরিয়ায় ব্যাপক শিলা বৃষ্টি, ফসলের ক্ষতি

স্টাফ ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
ডুমুরিয়ায় ব্যাপক শিলা বৃষ্টি, ফসলের ক্ষতি ছবি: জিএম মুজিবুর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনার ডুমুরিয়ার ৩ নম্বর রুদাঘড়া এর আশপাশের কয়েকটি এলাকায় ঘণ্টাক্যাপী ব্যাপক শিলা বৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৮টার পর থেকে হালকা গুড়ি গুড়ি বৃষ্টির সঙ্গে ব্যাপকভাবে শিলা বৃষ্টি শুরু হয়।



স্থানীয় সূত্র জানান, সন্ধ্যা থেকে আকাশে কালো মেঘ করছিল। রাতে হঠাৎ করে হালকা বৃষ্টির সঙ্গে শিলা বৃষ্টি শুরু হয়। ঘণ্টাব্যাপী এ বৃষ্টিতে রাস্তা-ঘাটে শিলার স্তুপ জমে যায়। এর ফলে মাঠের রবি-শষ্যসহ আমের মুকুল ও বাড়ি-ঘরের ব্যাপক ক্ষতি হয়েছে।

স্থানীয় কৃষি অফিস ও জনপ্রতিনিধিরা জানায়, এখনো বৃষ্টি চলছে। এখন রাত হওয়ায় এ ক্ষতির পরিমাণ বলা করা সম্ভব নয়। কৃষি কর্মকর্তাকে বলা হয়েছে বৃহস্পতিবার জরিপ করে সঠিক তথ্য দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।