ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

স্ত্রীর সহায়তায় স্কুল ছাত্রী ধর্ষণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
স্ত্রীর সহায়তায় স্কুল ছাত্রী ধর্ষণ প্রতীকী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় চাকরির প্রলোভনে স্ত্রীর সহায়তায় সপ্তম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ধর্ষকের স্ত্রীকে সহায়তার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।



বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ওই স্কুল ছাত্রী বাদী হয়ে দুইজনের (স্বামী-স্ত্রী) বিরুদ্ধে থানায় অভিযোগ দেন। এরপর রাতে ফতুল্লার মাহমুদপুর এলাকা থেকে স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার হওয়া মাকসুদা বেগম ফতুল্লার ভূইগড় এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম রকিব মিয়া। তারা ভূইগড় শান্তিধারা এলাকার জাস অ্যাপারেলস গার্মেন্টের শ্রমিক।

ধর্ষণের শিকার ওই স্কুল ছাত্রীর বাবার বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেন বাংলানিউজকে জানান, চাঁদপুর জেলার উত্তর মতলব কলসভাঙ্গা গ্রাম থেকে পূর্ব পরিচয়ের জেরে গরিব পরিবারের সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে ঢাকায় আনে তারা। চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মূলত তাকে ঢাকায় নিয়ে আসা হয়। গত শুক্রবার ওই স্কুল ছাত্রী তাদের বাসায় আসে। এরপর তার স্বামী রকিব মিয়া স্কুল ছাত্রীকে নির্যাতন করে। এতে মেয়েটি অসুস্থ হয়ে পরে।

তিনি আরও জানান, অসুস্থ স্কুল ছাত্রী তার বাবাকে মোবাইলে বিষয়টি জানায়। এরপর তার বাবা সোমবার মেয়েকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে বুধবার বিকেলে থানায় রকিব মিয়া ও তার স্ত্রী মাকসুদকে আসামি করে অভিযোগ করা হয়। এর প্রেক্ষিতে মাকসুদকে ইতোমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।